কেশবপুরে আত্মহত্যার চেষ্টায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
 

মো আব্দুল্লাহ আল নোমান কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার ০৩ নং মজিদপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বজলু সানার ছেলে মোঃ হাবিবুর রহমান রনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সরেজমিনে গিয়ে জানাযায়, হাবিবুর রহমান রনির স্ত্রী সালিমা বেগম (২৮) বলেন, আমার স্বামী পেশায় একজন ব্যাটারি চালিত ইজিবাইক চালক এবং তিনি মানসিক ভারসাম্যহীন, গত ৩১/০৫/২০২৪ তারিখে শুক্রবার সন্ধ্যায় শিকারপুর গ্রামের অপু নামে এক ব্যক্তির সাথে গাড়ি ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক করে বাড়িতে আসে এবং বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সাথে বকাঝকা করতে থাকে এক পর্যায়ে বাড়ির সামনে স্থানীয় শিকারপুর বাজারের মুদি ব্যবসায়ী আজিজুল ইসলামের দোকানের সামনে বিক্রয়ের জন্য রাখা খোলা পেট্রোল নিয়ে হাবিবুর রহমান রনি তার নিজের গায়ে ঢালা মাত্রই বাজারে থাকা লোকজন তাকে আটকানোর চেষ্টা করে একপর্যায়ে তাদের হাত থেকে ছাড়িয়ে অন্য এক দোকানের সামনে টাঙানো গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই তার পুরো শরীর আগুনে দগ্ধ হয়ে যায়, স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। সেখান থেকে তার চিকিৎসার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এবিষয়ে স্থানীয় এলাকাবাসী জানায়, হাবিবুর রহমান রনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত কয়েকদিন ধরে তার বিভিন্ন কর্মকাণ্ডে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে।
																			
										



















