কুমিল্লার চৌদ্দগ্রাম হতে ৫০ কেজি গাঁজা গ্রেফতা১ জন

- আপডেট সময় : ১০:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
আজ ১৬/০৫/২০২৪ ইং বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬ টা সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই মোঃ জসিম উদ্দিনের নেত্রিত্তে এবং অফিসার এএসআই মোঃ সুলেমান ভূইয়ার সহযোগীতায় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা তামিল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি সাকিনস্থ ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশে জনৈক রফিক মিস্ত্রির বাড়ি সংলগ্ন (পূর্ব পাশে) কাট গাছ বাগানের ভিতর হতে ০১ জন আসামী ১। মোঃ ইকবাল হোসেন (৩০), পিতা-মৃত আবুল বাশার, মাতা-নুরজাহান বেগম, সাং-গোলাবাড়িয়া, আনছার মৌলভীর বাড়ি, ০৯নং ওয়ার্ড, দক্ষিণ সিদলাই ইউনিয়ন, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-সাং-বাবুর্চি (হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া), ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ,কে
অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আটক করেন। এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন দেওয়ান উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর হেফাজতে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে ১৬/০৫/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মোতাবেক জব্দ করেন। এই সংক্রান্তে থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৫, তারিখ-১৬/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ) মামলা রুজু করা হয়।