কুমিল্লার চৌদ্দগ্রাম হতে ৩০ মদ, ও ২ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ জন

- আপডেট সময় : ০১:০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
অদ্য সকাল ৭টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আবদুল মতিনের নেত্রীত্তে ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ বীরচন্দ্রনগর রাস্তার পূর্ব পাশে জনৈক রফিক ড্রাইভারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জলিল(২৮), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা- হানারা বেগম, সাং-দক্ষিন চর্থা (বড় পুকুর পাড়), থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লাকে ০১ টি মোটরসাইকেলসহ আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১। ১০ (দশ) বোতল Royal GREEN Deluxe Blended Whisky 750 ml, ০২। ১০(দশ) বোতল Royal Challeng FINEST PREMIM WHISKY 750ml, ০৩। ১০ (দশ) বোতল KINGFISHER 650 ml, যার সর্বমোট ওজন ২১.৫ লিটার, ০৪। ০২ (দুই) কেজি গাঁজা, ০৫। ০১ টি সুজুকি জিক্সার মোটরসাইকেল, যার রেজিঃ নং- কুমিল্লা-ল-১৩-৭৮৫৬ উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৮, তারিখ-০৯/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/১৯(ক)/৩৮, রুজু করা হয়।