স্টাফ রিপোর্টার:-
গত ১১মে ২০২৪ইং রাত আনুমানিক ৩ টা সময় ০২টি পিকআপযোগে ৮/১০ জন ডাকাত মুখুশ পরিহিত অবস্থায় বাদীর গ্যাস সিলিন্ডার রাখা প্রতিষ্ঠানের বাউন্ডারির ভিতরে প্রবেশ করে । ডাকাতদল পাহারায় থাকা ২জনকে গলায় গামছা পেচিয়ে ধারালো ছুড়ি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে অফিসের ভিতর আটকে রাখে। একপর্যায়ে ডাকাত দল বাদীর প্রতিষ্ঠানের ১৮০ বোতল গ্যাস সিলিন্ডার, ৫১৪ বোতল সয়াবিন তেল, ২৩ কেজি চাল তাদের সঙ্গে আনা ০২টি পিকআপ গাড়িতে লোড করে এবং বাদীর একটি পিকআপ গাড়ীতে অবশিষ্ট গ্যাস সিলিন্ডার গুলো লোড করে । ডাকাতদল সর্বমোট ১৩,৯৮,৬৩৭/— টাকার মালামাল লুন্ঠন করে একই তারিখ রাত অনুমান ০৩.৪০ ঘটিকার সময় ঢাকাগামী মহাসড়কের দিকে চলে যায়।
কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার পরপরই মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে গঠিত একটি চৌকস টিম স্থানীয় সোর্সের দেওয়া তথ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টের মোট ২০০ সিসি ফুটেজ এবং হাইওয়ে পুলিশের বিভিন্ন পয়েন্টের সিসি ফুটেজ সংগ্রহ পূর্বক বিশ্লেষণ করে লুন্ঠিত মালামাল রাখার অবস্থান নিশ্চিত করে। পরবতীর্তে একই টিম কর্তৃক অভিযান পরিচালনা করে লুন্ঠিত ১৭৬টি গ্যাস সিলিন্ডার ডিএমপি মুগদা থানা এলাকায় ধৃত আসামী সাদেকের ভাড়া নেওয়া গুদামের ভিতর থেকে ১৪/০৫/২০২৪খ্রিঃ তারিখ মধ্য রাতে উদ্ধার করতঃ ০১জন আসামী গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নিয়মিত কুমিল্লা, ফেনী, চাঁদপুরসহ বিভিন্ন জেলাতে ডাকাতি করে থাকে। আন্ত-জেলা ডাকাত দলের পলাতক আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার ও লুন্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান চলমান আছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১১, তারিখ-১২/০৫/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মূলে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামী:-
০১। সাদেক হোসেন (৪৭), পিতা-আবুল হাশেম, বর্তমান ঠিকানাঃ সাং-১২৬/উত্তর মুগদা, ঢাকা-১২১৪, থানা-মুগদা, ডিএমপি, ঢাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.