কুমিল্লার কোতোয়ালী হতে ২০ কেজি গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার

- আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:
গত ০৬/০৫/২০২৪ ইং রাত আনুমানিক ২ টা সময় গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৫নং ওয়ার্ডের পাকা রাস্তার উপর পৌঁছে ঢাকা-মেট্রো-চ-২০-২০৭২ রেজিঃ নম্বরের নোহা মাইক্রো আসতে দেখে গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে চালকসহ গাড়ীর ভেতরে থাকা ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। তথায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক আসামীদের ফেলে যাওয়া ঢাকা-মেট্রো-চ-২০-২০৭২ রেজিঃ নম্বরের নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতর হতে ২০(বিশ) কেজি গাঁজা, ২০(বিশ) বোতল ইস্কাফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রো (নোহা) গাড়ী উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ২১, তারিখ-০৭/০৫/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/১৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়।