
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া, কক্সবাজার।
কুতুবদিয়া থানা পুলিশের মাদক দ্রব্য বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ গ্রাম গাঁজা সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২৫ ইং) সন্ধ্যা ৬:০০ ঘটিকায় কুতুবদিয়া থানার এসআই (নিঃ) প্রবাল সিনহা,তার সঙ্গীয় ফোর্স নিয়ে,দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং বাজারের পূর্ব পাশে বাবুল নাথের হাত থেকে ১২০ গ্রাম গাঁজা সহ জনসম্মুখে বাবুল নাথ (৬০) কে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে শিকার করে সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে তার দোকানে নিজ হেফাজতে রেখে ব্যবসার আড়ালে গোপনে বিভিন্ন খুচরা মাদক সেবনকারীদের বিক্রি করে আসতেছে।
এবিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.