কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ৬ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম আটক ৫

- আপডেট সময় : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া কক্সবাজারঃ
দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ৬ পুরিয়া গাঁজা সহ সরঞ্জাম উদ্ধার করেছে। রবিবার (২৭ জুলাই) থানার এসআই(নিঃ) মাসুম ফরহাদ, তার সঙ্গীয় ফোর্স সহ মোবাইল ডিউটির সময় অভিযান পরিচালনা করে বড়ঘোপ ইউনিয়নের ০৩নং ওয়ার্ড, ঘোনার মোড় থেকে জনসম্মুখে মোঃ নয়ন(২৬)কে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করলে তখন অন্যান্য মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে, মোঃ নয়নকে থানা হেফাজতে রেখে তথ্য মতে সঙ্গীয় ফোর্স সহ পূনরায় অভিযান পরিচালনা করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়ঘোপ ইউনিয়নের ০২নং ওয়ার্ড, চাঁন মিয়ার পাড়া এলাকা থেকে জনসম্মুখে প্রদীপ দাশ(৫০), পিতা- মৃত সুনীল দাশের ছেলে,শ্রীমান কান্তি শীল(৫৫), পিতা- মৃত অনীল বরুন শীলের ছেলে, আবুল মনসুর(৫৫), পিতা- মৃত সিরাজুল হকের ছেলেসহ, মনজুর আলম(৫৫), পিতা- মৃত করিম দাদদের ছেলেকে একটি কালো পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা, ৬ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম সহ তাদের কে আটক করে থানা পুলিশ।
এবিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানান।