মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ ধুরুং ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় উপজেলা ধুরুং হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের আহবায়ক মোজাম্মেল হক এর সভাপতিত্বে,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহাচানুল হক রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটি এম নুরুল বশর চৌধুরী।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান এম মোবারক হোসেন, কুতুবদিয়া উপজেলা বিএনপি আহবায়ক,সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব এম সালাম কুতুবী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদ খান সিকদার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ আহমেদ বশির,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাফর আলম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নাজম উদ্দিন নাজু,উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন শিবু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জয়নাল আবেদিন, উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক, আলী আকবর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাওছার হোসেন রিপন,লেমশীখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মোকাররম কুতুবী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবদুল মান্নান।
এসময় আগামীর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করার আহবান জানান বক্তারা।
উক্ত সম্মেলন ও কাউন্সিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে সাবেক ছাত্র নেতা মোহাম্মদ রুবেল, সাধারণ সম্পাদক মোঃ এহেছান,সাংগঠনিক সম্পাদক আবু ছৈয়দ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.