ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কুঁড়ি ও মার্কস অলরাউন্ডার কৃতিত্বে ফেনীর দুই শিক্ষার্থী কুতুবদিয়া কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাজাপুরে ধানের শীষের পক্ষে গোলাম আজম সৈকতের গণসংযোগ শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন কাউখালি বেকুটিয়ায় বিশ্ব নদী দিবস ২০২৫ইং পালিত শাল্লায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম’র উপজেলা শাখায় কমিটি গঠন করা হয় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প শ্যামনগরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত

কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়মের অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

কুতুবদিয়া, কক্সবাজার:কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। নানা কার‌ণে দীর্ঘসু‌ত্রিতার কার‌ণে মস‌জিদ‌টি নির্মাণ শুরু দেরী‌তে হয়। ৩ তলার ছাদ ঢালাই হয় গত ১৪ সে‌প্টেম্বর।

ঢালাই‌য়ের পর অন্তত ২৮ দিন ছাদ পা‌নি‌তে ডু‌বি‌য়ে রাখার কথা থাক‌লেও দু’‌দিন বৃ‌ষ্টির পা‌নি জ‌মে। প‌রে ৩/৪ যাবত পা‌নি দেয়া হয়‌নি। বিষয়টি বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় জা‌মে মস‌জিদ ক‌মি‌টি বার বার জানা‌লেও ক‌াজ হয়‌নি।

শুক্রবার স‌রেজ‌মিন মডেল মস‌জিদ নির্মাণ কাজে দেখা যায়, বিশাল ছা‌দে শুধু এক কোণায় পা‌নি র‌য়ে‌ছে। বা‌কি জায়গায় শু‌কি‌য়ে ফে‌টে যা‌চ্ছে। ছা‌দে পিলা‌রে কাজ চল‌ছে দায়সারা। রডগুলোতে ২৪ তা‌রে সব রিং বাধঁন দি‌চ্ছেনা। বে‌শির ভা‌গে প‌কেটটাই ব‌্যবহার কর‌ছেন না।

বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় মসজি‌দ ক‌মি‌টির অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ব‌লেন, স‌ডেল মস‌জিদ নির্মাণ কা‌জে স‌ঠিক তদার‌কির কেউ নাই। ছা‌দে পা‌রি জ‌মি‌য়ে না রাখায় ফাটল সৃ‌ষ্টি হ‌চ্ছে।
যথা‌ নিয়‌মে কাজ সম্পন্ন করার দা‌বি জানান তি‌নি।

ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের স্থানীয় কেয়ার‌টেকার শামসুল আলম ব‌লেন, অ‌নিয়ম ক‌রে দুর্বল মস‌জিদ‌ নির্মাণ হ‌লে সবার জন‌্যই ক্ষ‌তিকর। এব‌্যাপা‌রে কোন ছাড় নেই।

পা‌নির দা‌য়ি‌ত্বে থাকা মি‌স্ত্রি শা‌কের উল্লাহ ব‌লেন, বৃ‌ষ্টির পা‌নি দেয়া হ‌য়ে‌ছে। ছা‌দে কাজ চলমান থাকায় দু’এক‌টি কে‌াঠার বাধঁ ভে‌ঙে গে‌ছে। ফ‌লে পা‌নি শু‌কি‌য়ে‌ছিল। ত‌বে নিয়‌মিত পা‌নি দেয়ার কথা জানান তি‌নি।
কাজ তদার‌কির দা‌য়ি‌ত্বে থাকা সাইট ই‌ঞ্জি‌‌নিয়ার জা‌কির হো‌সেন ব‌লেন, সি‌ডিউল অনুযা‌য়ি কাজ চল‌ছে। পিলা‌রে প্রয়োজনীয় রিংবাঁধন দি‌য়েই ফাইনাল কাজ সম্পন্ন হয়।

ঠিকাদ‌া‌রি প্রতিষ্ঠা‌ন ‌মেসার্স ই‌ঞ্জি‌নার্স’র প‌ক্ষে‌ দেখভা‌লে আ‌নোয়ার হো‌সেন জানান, পিলা‌রে কখ‌নো দু’এক‌টি রিংবাঁধ গ‌্যাপ হ‌তে পা‌রে। রা‌তের বেলায় ছা‌দে‌ পা‌নি দেয়া হয় ব‌লেও জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়মের অ‌ভি‌যোগ

আপডেট সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুতুবদিয়া, কক্সবাজার:কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। নানা কার‌ণে দীর্ঘসু‌ত্রিতার কার‌ণে মস‌জিদ‌টি নির্মাণ শুরু দেরী‌তে হয়। ৩ তলার ছাদ ঢালাই হয় গত ১৪ সে‌প্টেম্বর।

ঢালাই‌য়ের পর অন্তত ২৮ দিন ছাদ পা‌নি‌তে ডু‌বি‌য়ে রাখার কথা থাক‌লেও দু’‌দিন বৃ‌ষ্টির পা‌নি জ‌মে। প‌রে ৩/৪ যাবত পা‌নি দেয়া হয়‌নি। বিষয়টি বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় জা‌মে মস‌জিদ ক‌মি‌টি বার বার জানা‌লেও ক‌াজ হয়‌নি।

শুক্রবার স‌রেজ‌মিন মডেল মস‌জিদ নির্মাণ কাজে দেখা যায়, বিশাল ছা‌দে শুধু এক কোণায় পা‌নি র‌য়ে‌ছে। বা‌কি জায়গায় শু‌কি‌য়ে ফে‌টে যা‌চ্ছে। ছা‌দে পিলা‌রে কাজ চল‌ছে দায়সারা। রডগুলোতে ২৪ তা‌রে সব রিং বাধঁন দি‌চ্ছেনা। বে‌শির ভা‌গে প‌কেটটাই ব‌্যবহার কর‌ছেন না।

বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় মসজি‌দ ক‌মি‌টির অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ব‌লেন, স‌ডেল মস‌জিদ নির্মাণ কা‌জে স‌ঠিক তদার‌কির কেউ নাই। ছা‌দে পা‌রি জ‌মি‌য়ে না রাখায় ফাটল সৃ‌ষ্টি হ‌চ্ছে।
যথা‌ নিয়‌মে কাজ সম্পন্ন করার দা‌বি জানান তি‌নি।

ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের স্থানীয় কেয়ার‌টেকার শামসুল আলম ব‌লেন, অ‌নিয়ম ক‌রে দুর্বল মস‌জিদ‌ নির্মাণ হ‌লে সবার জন‌্যই ক্ষ‌তিকর। এব‌্যাপা‌রে কোন ছাড় নেই।

পা‌নির দা‌য়ি‌ত্বে থাকা মি‌স্ত্রি শা‌কের উল্লাহ ব‌লেন, বৃ‌ষ্টির পা‌নি দেয়া হ‌য়ে‌ছে। ছা‌দে কাজ চলমান থাকায় দু’এক‌টি কে‌াঠার বাধঁ ভে‌ঙে গে‌ছে। ফ‌লে পা‌নি শু‌কি‌য়ে‌ছিল। ত‌বে নিয়‌মিত পা‌নি দেয়ার কথা জানান তি‌নি।
কাজ তদার‌কির দা‌য়ি‌ত্বে থাকা সাইট ই‌ঞ্জি‌‌নিয়ার জা‌কির হো‌সেন ব‌লেন, সি‌ডিউল অনুযা‌য়ি কাজ চল‌ছে। পিলা‌রে প্রয়োজনীয় রিংবাঁধন দি‌য়েই ফাইনাল কাজ সম্পন্ন হয়।

ঠিকাদ‌া‌রি প্রতিষ্ঠা‌ন ‌মেসার্স ই‌ঞ্জি‌নার্স’র প‌ক্ষে‌ দেখভা‌লে আ‌নোয়ার হো‌সেন জানান, পিলা‌রে কখ‌নো দু’এক‌টি রিংবাঁধ গ‌্যাপ হ‌তে পা‌রে। রা‌তের বেলায় ছা‌দে‌ পা‌নি দেয়া হয় ব‌লেও জানান তি‌নি।