কুতুবদিয়া,কক্সবাজার:কুতুবদিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে গেলেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ২৫ ইং দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলায় অবস্থান করেন, পরে উপজেলার বড়ঘোপ মগডেইল রাধাগোবিন্দ দুর্গা মন্দির এবং কৈয়ার বিল সার্বজনীন হরিমন্দির,শ্রী শ্রী জগন্নাথ মন্দির দক্ষিণ ধুরুং জল দাসপাড়াসহ বিভিন্ন পুঁজা মণ্ডপ পরিদর্শন করেন। তখন তিনি পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার রাখতে বলেন এবং "পুঁজা মণ্ডপ পরিদর্শন কালে তিনি সন্তোষজনক প্রকাশ করেন।"
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা,কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন সহ উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হোন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.