কুতুবদিয়ায় ডেইল ইউনিয়ন শ্রমিক দলের দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

প্রতিনিধিঃ মহিউদ্দীন কুতুবী:বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ,কুতুবদিয়া উপজেলার অন্তর্গত আলী আকবর ডেইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে জাঁকজমক পূর্ণ ভাবে বিশাল দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জনগণের সেবায় নিয়জিত থাকার লক্ষ্যে যুবদল কে সুসংঘটিত করার জন্য রবিবার (১২ই অক্টোবর ২০২৫ ইং) বিএনপি’র সিনিয়র নেতাকর্মীদে উপস্থিতিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন শ্রমিক দলের দ্বি- বার্ষিক কাউন্সিলে আলী আকবর ডেইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল হাছান মুকারম এর সভাপতিত্বে, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য,কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এটিএম নুরুল বশর চৌধুরী,
সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক,সাবেক চেয়ারম্যান, এম. মোবারক হোসাইন, কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম কুতুবী।
,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বিশেষ বক্তা উপজেলা সিনিয়র সহ সভাপতি কফিলউদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলী আকবর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী,সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদ খান শিকদার, উপজেলা মৎস্যজিবী দলের সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা কৃষক দলের আহবায়ক এনাম কুতুবী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকাররম কুতুবী, উপজেলা ছাত্রদল নেতা রমিজ রাজা সহ যুবদল ও বিএনপির অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।