কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া, (কক্সবাজার):
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি. বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”
প্রতিপাদ্যে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অংশগ্রহণ করেন । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনউদ্দিনের সভাপতিত্বে অনষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাখোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম, বক্তব্য রাখেন,
এসময় উপস্থিত ছিলেন আইল্যান্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল, এনসিপি প্রতিনিধি আবু রাসেল রবিন প্রমুখ। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিবন্ধীত যুব সংঘটন মানবিক টিম কুতুবদিয়, আজম কলোনী জিনুক সংঘে সহ অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি শুধু হাতিয়ার নয়, উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। যুব সমাজকে প্রযুক্তি জ্ঞানে পারদর্শী করাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।বক্তারা আরও বলেন, যুব সমাজের সমস্যা সমাধানে কেবল সরকারের দৃষ্টিকোণ যথেষ্ট নয়। স্থানীয় কমিউনিটি,যুব সংঘটন,স্বোচ্ছাসেবক টিম এবং ব্যাক্তিগত উদ্যোগের সমন্বয়ে পরিকল্পনা করলে সেটি বাস্তমুখী ও টেকসই হয়। তাই যুবকদের চাকরি পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টির মনমানসিকতায় নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।