কুতুবদিয়া,কক্সবাজার:কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জলদস্যু,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কুতুবদিয়া থানা, কোস্ট গার্ড ও মৎস্য অফিসের যৌত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় উত্তর ধূরুং আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।
কুতুবদিয়া থানার উপপরিদর্শক প্রবাল সিনহা ও দোয়েল বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলিম উদ্দিন, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদার,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরুল ফারুক, বোট মালিক মোঃ এহছান এসময় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সাগরে গেলে তাদের সবচেয়ে বড় আতঙ্কের থাকে জলদস্যুর। তারা আশা করেন, প্রশাসনের উদ্যোগ ও জনগণ এবং জেলেদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় থাকলে হয়তো সেই ভয় কেটে যেতে পারে।
এসময় সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.