কুতুবদিয়ায় গাঁজা ও ইয়াবা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, আহত-৩

- আপডেট সময় : ০৯:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:কক্সবাজারের কুতুবদিয়ায় গাঁজা ও ইয়াবা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) রাত ১০ টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের মতিরবাপের পাড়া সেতু পূর্বপাশে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কুতুবদিয়া কৈয়ারবিলের নুরুজামান হেলালীর ছেলে শামসুল জামান (২৮), বড়ঘোপ বিদ্যুৎ মার্কেট এলাকার মো শফি আলম এর ছেলে বাপ্পি (২৫), কৈয়ারবিল ইউনিয়নের শফিকুর রহমান ছেলে আকতার হোসেইন (২৬)।
আহত আকতার হোসেইন বলেন, মতিরবাপের পাড়া সেতু সংলগ্ন এলাকায় রাত ১০ টার দিকে আমরা কয়েকজন বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ১০ থেকে ১৫ জন লোক এসে আমাদের এলোপাথাড়ি মারধর শুরু করে। জীবন বাঁচাতে আমি পালিয়ে যাওয়ার পথে কয়েকজন লেমশীখালী লোককে চিনতে পারেছি। কৈয়ারবিলের কেউ ছিলো না বলে জানান তিনি।এ মারধরের ঘটনার বিচারের দাবি জানান তিনি।
চলমান রাস্তার নির্মাণকাজের পাহারাদার মনজুর আলম জানান,কয়েকদিন ধরে ইয়াবা ও গাঁজা নিয়ে এক গ্রুপ অন্যগ্রুপকে ঝগড়া করতে দেখা যায় রাত ১০ টা থেকে ১১টা বাজে। তবে, যেদিন মারধর করেছে সেদিন আমি ছিলেম না।
এদিকে, কৈয়ারবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজেম উদ্দীন বলেন, বেশকয়েকদিন ধরে মতিরবাপের পাড়া সেতুর পূর্বপাশে সংলগ্ন এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি ও সেবন বেড়ে গেছে। এমনকি ইয়াবা ছিনতাই এর ঘটনাও ঘটে। গতরাত সাড়ে ১০ টার দিকে আবারও একগ্রুপ অন্যগ্রুপকে মারধরের ঘটনা ঘটে। এসব মাদককারবারিদের আইনের আওতায় আনার দাবি জানান এ ইউপি সদস্য।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরমান হোসেইন জানান, এ মারধরের ঘটনাটি নিয়ে অবগত আছেন। এ ধরণের মাদক কার্যক্রমের খবর পেলে পুলিশ ব্যবস্থা নিবেন বলে জানান এ কর্মকর্তা।
অন্যদিকে, এঘটনাকে কেন্দ্র করে একটি চক্র কৈয়ারবিল ইউনিয়নের অসহায় লোকদের ফাঁসাতে মামলার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহলের দাবী।