কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

মহিউদ্দীন কুতুবী,কুতুবদিয়া (কক্সবাজার):
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয় আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,কুতুবদিয়া এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলেই দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা,
প্রধান আলোচক,কুতুবদিয়া সরকারি কলেজ অধ্যক্ষ, প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া,সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,সভাপতি :আলহাজ্ব অধ্যক্ষ (অব:) এ,এম,মান্নান
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শুকুর আলম আজাদ,সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,সদস্য সমীর শীলসহ উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
দিবসটি উপলক্ষে দুর্নীতি বিরোধী শপথ পাঠসহ নানা কর্মসূচিও পালন করা হয়।



















