কুঠিরহাট বনিক সমিতির নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী
নতুন নেতৃত্বে সভাপতি নুর মোহাম্মদ আকাশ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ**
ফেনী জেলার সোনাগাজী উপজেলার কুঠিরহাট বনিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সকাল থেকে কেন্দ্রজুড়ে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভাপতি পদে বিপুল ভোটে আকাশের জয়
সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সর্বোচ্চ ২৯১ ভোট পেয়ে নুর মোহাম্মদ আকাশ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন খান ১০৭ ভোট ও শামীম ছরওয়ার ১০২ ভোট পান। মোবারক হোসেন ভূঁইয়া পান ১০ ভোট।
সহসভাপতি পদে সাইফুল ইসলাম
সহসভাপতি পদে সাইফুল ইসলাম ২৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মাবুল হক ১৫৯ ভোট এবং লোকমান হোসেন ৬৩ ভোট লাভ করেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হারুন অর রশিদ
সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী সিরাজ উদ্দিন ১৫০ ভোট ও আবদুল্লাহ আল মামুন ১৫৯ ভোট পান।
সহ-সম্পাদক মাঈন উদ্দিন মাকু
সহ-সম্পাদক পদে সর্বোচ্চ ২৬০ ভোট পেয়ে মাঈন উদ্দিন মাকু জয়লাভ করেন। অন্যদিকে মিশু পান ৮৯ ভোট এবং জহিরুল ইসলাম পান ১৪৫ ভোট।
কোষাধ্যক্ষ রিংকু
কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম রিংকু ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নাছির পান ১৬৯ ভোট ও ওমর ফারুক পান ১০৬ ভোট।
সদস্য পদে শীর্ষ ছয় বিজয়ী
১২ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৬ জন সদস্য নির্বাচিত হন। তারা হলেন—
১. নুর করিম – ৩২১ ভোট (১ম)
২. আবদুল হাই স্বপন – ২৮৮ ভোট (২য়)
৩. কামরুল হাসান – ২৭১ ভোট (৩য়)
৪. মোঃ লিটন – ২৬৭ ভোট (৪র্থ)
৫. রফিকুল ইসলাম – ২৪৭ ভোট (৫ম)
৬. জসিম উদ্দিন – ২১৯ ভোট (৬ষ্ঠ)
অন্য প্রার্থীদের মধ্যে বেলাল হোসেন মানিক ১৫৫, মোঃ সায়েদ ১০৬, শহিদুল ইসলাম ১৪১, আবুল কালাম ২১৭, আনোয়ার হোসেন ১২১ এবং আমির হোসেন ১৩১ ভোট পান।
সুষ্ঠু ভোটে সন্তুষ্টি
নির্বাচন শেষে ভোটার ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সন্তুষ্টি প্রকাশ দেখা যায়। সবাই আশা প্রকাশ করেন যে নতুন কমিটি কুঠিরহাট বনিক সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে।


























