নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
চট্টগ্রামের সীতাকুণ্ডে কিস্তি থেকে মুক্তি পেতে বিবি খাদিজা বেগম ওরফে পুতুল (৫৩) নামের এক বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছেন।
সোমবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খাদিজা বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ করেছেন। সোমবার সকালে ছিল দুটি কিস্তির টাকা পরিশোধ করার সময়। কিন্তু কিস্তির টাকা জোগাড় করতে পারেননি খাদিজা বেগম। এ নিয়ে রোববার রাতে বড় ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ছেলে ঘর থেকে বের হয়ে যায়। সকালবেলা ছোট ছেলে কর্মস্থল থেকে এসে ঘরে ঢুকে দেখেন তার মা গলায় ফাঁস দিয়ে ঘরের তীরে সঙ্গে ঝুলছেন। তাৎক্ষণিক প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম পুলিশকে খবর দেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সেলিম বলেন, নিহত খাদিজা বেগম দারিদ্র্যের কারণে কয়েকটি এনজিও থেকে ঋণ করেন। ঋণের টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে তিনি আত্মহত্যা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধির খবরের ভিত্তিতে নিহত ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান ও পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.