কিশোরীকে বাঁচাতে একে একে চার নারীর মৃত্যু

- আপডেট সময় : ১১:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে তিন কিশোরীসহ চার নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—গৃহবধূ রোকসানা (২৫), দিশা আক্তার (১৬), সাদিয়া (১২) ও খাদিজা (১০)। রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর দক্ষিন বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাথে তাদের থাকা রিমা (১২) নামে এক কিশোরী বেঁচে যায়।
রেলওয়ের চাকরিতে ৪০ শতাংশ পোষ্য কোটা নিয়ে প্রশ্ন হাইকোর্টেররেলওয়ের চাকরিতে ৪০ শতাংশ পোষ্য কোটা নিয়ে প্রশ্ন হাইকোর্টের নিহত গৃহবধূ রোকসানা ওই এলাকার বাবুল মিয়ার স্ত্রী এবং নিহত দিশা আক্তার একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে, সাদিয়া সবুজ মিয়ার মেয়ে এবং খাদিজা গোলাপ আলীর মেয়ে।
জানা যায়, নিহত দিশা আক্তার জাহানারা লতিফ মহিলা কলেজের একদশ শ্রেণির শিক্ষার্থী। তার বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে বাবুল মিয়ার স্ত্রী রোকসানাসহ পাঁচজন এক সাথে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে যায়। গোসল করার সময় হঠাৎ দিশা ও সাদিয়া পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে গৃহবধূর রোকসানা ও খোদেজা নিখোঁজ হয়। পরে তাদের সাথে থাকা রিমার চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই রোকসানা ও খোদেজা মারা যায়। পরে দিশা ও সাদিয়াকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে বন্যার পানিতে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়। আমরা ঘটনা স্থলে রয়েছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।