কালো চশমা পরা বন্ধ করুন

- আপডেট সময় : ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:-
নবী-রাসূল (স:) সাহাবা তাবেতাবেঈন খোলাফায়ে রাশেদিনের দ্বিন ধরে ধরে আউলিয়া একরামের বহু কষ্টের মাধ্যমে ত্যাগের মাধ্যমে লিল্লাহিতান ভাবে দ্বীন প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। আজকের ত্যাগ নাই, লিল্লাহিতান নাই ।
নতুন ইসলাম প্রচার প্রসারকারীরা প্রতিষ্ঠাকারীরা চোখে কালো চশমা পড়ে ইসলাম প্রচার করে রাজনীতি করে রাজনীতিবিদের আমি অনুরোধ করবো ইসলাম অবমাননা, আউলিয়া কেরামের অবমাননা, রাজনীতি অবমাননা কারীরা কুরআনের সংবিধানে আইনে চলে আসেন। কবি অলি আউলিয়া কেরাম যেভাবে দিন প্রচার করছে প্রতিষ্ঠা করেছে সেভাবে দিন প্রচার করেন রাজনীতি করেন তাদের মান ইজ্জত বজায় রাখুন ।তাদের মত ইসলাম ঈমান রাজনীতি দেশ জাতির কাছে সংসদে ঘরে ঘরে পৌঁছে দিন তবেই ইসলাম প্রতিষ্ঠা হবে দেশ জাতির সরকারের শান্তি হবে না হয় দেশে আজব গজব দুর্ভিক্ষ ইত্যাদি সহ দেশ অন্ধকার যুগে পরিণত হবে। আধ্যাত্মিক কবি হিসেবে অনুরোধ করবো কালো চশমা পড়া বন্ধ করে আলোর চশমা পড়ুন ।ইসলাম দেশ জাতি সরকারকে কত আর ধোঁকা দিবেন। দেশের জনগণ আর ছার দিবে না ।
বাংলার চিরন্তন গৌরব
জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী
প্রতিষ্ঠাতা, চিশতিয়া দরবার শরীফ
কাঠালিয়া সদর বাইপাস
কাঠালিয়া – ঝালকাঠি।