মোঃ মহাসিন, নিজস্ব,প্রতিনিধি:-
কোটা আন্দোলন নিয়ে যখন ছাত্র, ছাত্রী, দেশবাসী উত্তাল ঠিক সেই সময় গত এক সপ্তাহ জুড়ে সাতক্ষীরা জেলা সহ কালিগঞ্জ উপজেলায় প্রবল বর্ষনে নগরবাসীকে তীব্র গরম থেকে রেহাই রেহাই দিয়েছে। অন্যদিকে উপজেলা সদরের কুশুলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাজার গ্রাম, বাজারে গ্রাম রহিমপুর গ্রামের রাস্তাঘাট, পুকুর, ডোবা, খাল, বিল সহ নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় তাদের ভোগান্তির শেষ নাই। আর এই ভোগান্তির কারণে উপজেলা পরিষদ সদর থেকে মাত্র ৫ শ গজ দূরে বিশেষ করে বাজার গ্রামের হাজার হাজার জনগণের জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ ২০ বছর এই রূপ ভোগান্তি উপজেলা বাসি পোহালেও সরকারি কোন কর্মকর্তা, বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ এগিয়ে আসেনি। শুধুমাত্র নির্বাচন আসলে সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য পদের প্রার্থীরা প্রতিশ্রুতির ঢালা নিয়ে হাজির হয়। পরে নির্বাচনী বৈতরণী পার হলে পাঁচ বছর তাদের আর কারো দেখা মেলে না এমনই অভিযোগ উপজেলা বাসির। উপজেলা সদরে বিভিন্ন সরকারি অফিস ছাড়াও কালিগঞ্জ থানা, কালিগঞ্জ সার্কেল অফিস,উপজেলা প্রাণিসম্পদ অফিস, বিভিন্ন ব্যাংক বীমা অফিস, পোস্ট অফিস, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর ডিগ্রি কলেজ, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সদর প্রাথমিক বিদ্যালয়, এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা, হাজী কফিল উদ্দিন মাদ্রাসা সহ একটি এতিমখানা আছে। প্রতিদিন এই সমস্ত প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপজেলা সদরের বাজার গ্রামের রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বর্তমান প্রবল বর্ষণে সেই প্রধান সড়কটি পানিতে ডুবে নিমজ্জিত হয়ে থাকলেও দেখার কেউ নাই । যে কারণে প্রতিনিয়ত চলাচলের ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণসহ স্থানীয় বসবাসকারী এলাকাবাসী।এছাড়াও কালিগঞ্জ ফুলতলা মৎস্য সেটের দক্ষিণ পাশে জেলা পরিষদের এক বিশাল পুকুর আছে। এলাকার হাজার হাজার মানুষ ওই পুকুরের পানি পান করে প্রায় একশত বছর ধরে জীবন ধারণ করে আসছে। পুকুরের পাশেই সড়ক ও জনপদ বিভাগের ভগ্ন অফিস এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এলাকার যত ময়লা আবর্জনা সেখানে ঝাপ বা স্তুপ করে রাখা হয়। বর্তমান বর্ষণে এই ময়লা ধুয়ে সব পানি পুকুরে ভর্তি হয়ে গেছে। আর এই প্রবল বর্ষণে রাস্তা গুলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে তাই উপজেলা বাসি পানি নিষ্কাশনের ড্রেন এবং চলাচলের রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি আর প্রতিশ্রুতির ঢালায় দেখতে চায় না সেটা বাস্তবায়নের জন্য সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.