মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন অনুভা মন্ডল (৫৫) নামে ১ বৃদ্ধা মহিলা বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মন্ডল বাড়িতে। নিহত গৃহবধূ উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নিশিপদ মন্ডলের স্ত্রী। সকালে নিহত মহিলার পুত্র পিন্টু তার স্ত্রীকে নিয়ে বেলা ১০ টার দিকে নলতা আহসানিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ইউপি সদস্য পীযুষ কান্তি রায় ঘটনা স্থলে ছুটে যান। পরে বিষয়টি থানায় জানানোর পরে থানা হতে এএসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.