কালীগঞ্জে রতনপুর ইউনিয়ন পরিষদের মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক ও মানবপাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম, আলীম রাজী টোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা মায়নুল ইসলাম খাঁন, অফিসার ইনচাজ মোঃ মিজানুর রহমান , রতনপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শিহাব উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর শাখার আমির ক্বারী আফতাবুজ্জমান, পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আব্দুর রফিক, কাটুনিয়া সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আফতাবুজ্জামান, সাতহালিয়া বি.ও.পি কমান্ডার মোঃ কামরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সমাজে মাদক, মানবপাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী প্রচার জোরদার করা জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রভাষক মোঃ শফিক আহম্মেদ দবির।
এছাড়া উপস্থিত ছিলেন, রতনপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল কাদের, ৫নং ওয়ার্ডের সদস্য সুমন আহম্মেদ, ৪নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম,৯নং ওয়ার্ডের সদস্য পরেশ মিস্ত্রী, সহ, সকল ইউপি সদস্য ।
অনুষ্ঠানে রতনপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, যুব সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।