কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ

- আপডেট সময় : ১১:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এসো হে বৈশাখ, ১৪৩২ বাংলা নববর্ষ কে নানা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সহ সুশীলন, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি কলেজ ও রোকেয়া মুনসুর মহিলা কলেজ সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরো পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করে। সোমবার সকাল ৮ টায় বর্ষবরণ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে ব্যান্ডবাধ্য বাজিয়ে আনন্দ শোভাযাত্রা বাইর হয়, আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে উপজেলা অডিটোরিয়ামে পান্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।পরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে বর্ষবরণ করতে উপজেলা শিল্পকলা একাডেমী ও লেডিস ক্লাবের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, জাদু প্রদর্শন ও সরকারি কর্মকর্তা ও সুধীজনের হাড়িভাঙ্গা খেলা পুরস্কার বিতরণী , ভ্রমণ, আড্ডা, আপায়ণ, দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সহ সরকারি কর্মকর্তা সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী সুধীজন যুবক যুবতী ছোট-বড় শিশুর উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের একপর্যায়ে জাদুশিল্পী আশরাফ আলী এর উপস্থাপনায় চমৎকার যাদু প্রদর্শনী দেখে শিশুরা আনন্দ পায় এছাড়া মুক্তার হোসেনের জ্যান্ত মুরগি খাওয়া দৃশ্যটি সকলকে অবাক হয়ে দেখে। সংগীত পরিবেশন করেন কণিকা সরকার সাথী এর রফিকুল ইসলাম ও মিম নৃত্য পরিবেশন করে কালিগঞ্জ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু। এদিকে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাহির করে। পরে পান্থ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি ও কালীগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তুজ্জামান পল্টু অনুষ্ঠানে সুশীলনের সকল স্টপ সাংবাদিক ও সুধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।