কালীগঞ্জে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
 

রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শ্রী উৎস ভট্টাচার্য নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার কালীগঞ্জ ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় ফাতেমা প্রাঃ হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে যান শহরের পৌর এলাকার রায়গ্রামের শিক্ষার্থী শ্রী উৎস ভট্টাচার্য। অপারেশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক রাজিবুলের অধীনে অপারেশনটি করা হয়েছিল। কলেজ ছাত্রটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো রায়গ্রাম এলাকায় গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ, নিহত ছাত্রের মেধা ও সৎ গুণের জন্য তার সবার কাছেই একটি বিশেষ স্থান ছিল। তার অকাল প্রয়াণে স্বজনদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। শ্রী উৎস সরকারি মহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
																			
										





















