মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে বালাপোতা শ্রী শ্রী বাবা তারকনাথ ধামে শীবলীলা মহোৎসব উপলক্ষে মন্দির ও কাটা ঝাঁপ অনুষ্ঠান পরিদর্শন করলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। শনিবার ১২ এপ্রিল বেলা ৩:০০ টায় বিপুল বিপুল সংখ্যক সন্ন্যাসী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বালাপোতায় শীবের মাথায় জল দেন এ সময়ে উপস্থিত ছিলেন তার স্বামী ডা: অতীশ কুমার বাছার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, চম্পাফুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইলুজ্জামান শায়লু, মন্দির কমিটির সভাপতি প্রভাষক দিলীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত সরকার সুকুমার সরকার প্রমুখ । ৪৫ বছর পূর্বে অলৌকিকভাবে পরম করুণাময় শ্রী শ্রী বাবা তারকনাথের আবির্ভাব উপলক্ষে ১৯৮০ সালে স্থাপিত শীব মন্দির। এখানে শীব মন্দিরসহ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, কালী মন্দির, গঙ্গা মন্দির, লোকনাথ মন্দির, অন্যান্য মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দিরের পাশে জেলা পরিষদের পুকুরে সন্ন্যাসীদের স্নানের জায়গা সুন্দর ব্যবস্থাপনা ও মন্দিরের সংস্কারের জন্য সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ের পরে বিকালে সন্ন্যাসীদের কাটার উপরে ঝাঁপ দেওয়া দেখেন, এসময়ে মহিলাদের উলুধ্বনি ও শঙ্ক ধ্বনিতে মুখরিত হয়। অনুষ্ঠান দেখতে নারী-পুরুষ শিশু বৃদ্ধ যুবক যুবতী ব্যাপক মানুষের সমাগম হয়েছে। চৈত্র মাসের শুরু থেকে বালাপোতায় শীবের মাথায় জল দিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। মন্দিরে বাবার ধামে মানত করে মনোবাসনা পূর্ণ করে। এছাড়া শিবলীলা উৎসব উৎসবকে কেন্দ্র করে একমাস ব্যাপী এখানে বসে এক বিশাল মেলা। ভক্তবৃন্দের দান অনুদানে চলছে নাট মন্দিরের নির্মাণ কাজ। তবে মন্দিরটি নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা সহযোগিতা কামনা করেছেন মন্দির কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.