মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-কালীগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার( ৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনের (ভূমি) অমিত কুমার বিশ্বাস এ ভ্রমণ আদালত পরিচালনা করেন ।প্রমিস মিষ্টান্ন ভান্ডার ও সাতক্ষীরা ঘোস ডেয়ারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার তৈরি ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় ভ্রাম্যমান আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি )কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড় প্রমিস মিষ্টান্ন ভান্ডার ও সাতক্ষীরা ঘোষ ডিয়ারিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি ও বিক্রয়ের অভিযোগে প্রমিস মিষ্টান্ন ভান্ডার এর দোকান মালিক কে ১০ হাজার টাকা ও সাতক্ষীরা ঘোষ ডিয়ারি দোকান মালিককে ২৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন ।দুটি মিষ্টির দোকানের বিরুদ্ধে পয় নিষ্কাশন ব্যবস্থা উপযুক্ত না থাকা, পোড়া তেল ব্যবহার করা, দইয়ে ওজনে কম দেওয়ার কারণে অভিযান করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি )অমিত কুমার বিশ্বাস।
ভ্রাম্যমান আদালতে ফুলতলা মোড়ের প্রমিস মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং তাদের বিষ্ণুপুরে অবস্থিত কারখানাতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রধান ফটকের তালা আটকে রাখার কারণে আরো ৫ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.