মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র সহ মামুন এবং মাসুম নামে কিশোর গ্যাংয়ের ২ ভাইকে আটক করে থানায় সোপার্দ করেছে সেনা ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাওখালি সেনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামে তাদের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে এ অস্ত্র উদ্ধার ও আটক করা হয়। আটককৃত মামুন ইসলাম (২০) এবং মাসুম বিল্লাহ (১৮) বাজার গ্রামের আমজাদ হোসেনের পুত্র। অভিযানের সময় তাদের বাসায় তল্লাশি করে ১ টি পয়েন্ট টু টু এয়ারগান, ২ টি দেশীয় রামদা, ১ টি দেশীয় দা, ১টি কুড়াল ,১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, পয়েন্ট টু টু ইয়ার গানের ৩০ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ ব্যাপারে কালিগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Enter
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.