মোঃ মহাসিন. খুলনা বিভাগীয়, প্রতিনিধি
রান্নাঘর এবং বন্ধু বিরিয়ানি হাউজ নামক ২,টি খাওয়ার হোটেলে ভ্রাম্যমান আদালতের আকস্মিক হানায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি করে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এবং বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নূর হোসেন কে সঙ্গে নিয়ে রবিবার (২৯ জুন) বেলা ১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত রান্নাঘর এবং বন্ধু বিরানি হাউসে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং খাবার তৈরী করে বক্তাদের পরিবেশন করছে দেখে তাৎক্ষণিকভাবে মাহাবুব আলম এবং আবুল হোসেনের মালিকাধীন রান্নাঘর হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বন্ধু বিরিয়ানি হাউজের মালিক যশোর বেনাপোলের ইয়াকুব হোসেন এবং কোরবান আলীকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঐ সময় ২ হোটেল মালিক তাৎক্ষণিক ভাবে ভুল স্বীকার করলে জরিমানার ৪০ হাজার টাকা পরিশোধ করলে এ যাত্রায় রেহাই পায়। যশোর জেলার বেনাপোল পোর্ট থানার শেখ জাহান আলীর পুত্র কোরবান আলী (৪০) এবং একই এলাকার হবিবুর রহমানের পুত্র ইয়াকুব আলীর (৪০) যৌথ মালিকাধি "বন্ধু বিরানি হাউজ "এবং নলতার মৃত মাহতাব আলীর পুত্র মাহবুবুর রহমান এবং একই এলাকার আনোয়ার হোসেনের রান্নাঘর নামে চটকদার সাইনবোর্ডের আড়ালে প্রতিদিন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে সাধারণ মানুষদের মাঝে পরিবেশন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.