কালীগঞ্জের খুব্দীপুরে মোবাইল চোরকে আটক করে পুলিশে সোপর্দ

- আপডেট সময় : ০৫:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-কালিগঞ্জ উপজেলার খুব্দীপুরে মোবাইল ফোন চুরির ১৬ দিন পরেই স্থানীয় জনতার হাতে ধরা পড়েন মোঃ মুনজুর আলী(২৭) নামের এক যুবক। পরবর্তীতে তাকে কালীগঞ্জ থানার এএসআই কামরুল ইসলামের নিকট সোপর্দ করা হয়।সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর গ্রামের জিয়াদ আলী ছোট পুত্র। গত শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী ও স্থানীয় জনগণ মুনজুরের নিকট মোবাইল ফোনের বিষয় জানতে চাইলে সে সম্পূর্ণ অস্বীকার করে এবং বলে আমি একটি নতুন মোবাইল কিনেছি কিন্তু সেটা আমার কাছে নেই। আমি বিক্রি করে দিয়েছি। তখন স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা সবাই মিলে খুব্দীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শেখ গোলাম মাহমুদ সাহেবের নিকট বিষয়টা জানায়। আলহাজ্ব শেখ গোলাম মাহমুদ সাহেবের জিজ্ঞাসাবাদের এক পর্যায় মঞ্জুর তার চুরি করার কথা স্বীকার করে। খুব্দীপুর গ্রামে বেশ কিছুদিন যাবত চুরির উপদ্রব বেড়ে গেছে। খুব্দীপুর ঈদগাহ জামে মসজিদ হইতে একটি মটর, ইলেকট্রিক তার চুরি হয়, তার কয়দিনের মধ্যে পার্শ্ববর্তী একটি মসজিদ আইতে ব্যাটারি ও নগদ কিছু টাকা চুরি হয়। আবু আনসারের বাড়ি হইতে দুইটা সোনার রুলি ও নগদ আট হাজার টাকা ঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। শাহজালাল বাবু ছেলের নতুন সাইকেল খুব্দীপুর প্রাথমিক বিদ্যালয় এর সামনের মাঠ থেকে চুরি হয়ে যায়।এই চুরিগুলো নিয়ে স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে এই চুরিগুলোর সাথে মঞ্জুরের কোন সম্পৃক্ততা আছে কিনা।