মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাতী গ্রামে হযরত শাহসুফি ছোট মিয়া( রহ:) পীর সাহেব এর ৫৪ তম বার্ষিকী ওরছ শরীফ আগামী বাংলা ১লা ২রা ৩রা ও ৪ ঠা মাঘ, ইংরাজি ১৫ ১৬-১৭ ও ১৮ জানুয়ারি ২০২৫ বুধ বৃহস্পতি শুক্র শনিবার চারদিনব্যাপী সুন্দরভাবে সুশৃংখল ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজনের জন্য কামারগাতী মাজার শরীফ ব্যবস্থাপনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে কামারগাতি মাজার শরীফ প্রাঙ্গণ গেট, প্যান্ডেল, সুসজ্জিত আলোকসজ্জা, সুন্দরভাবে সাজানোর প্রস্তুতি চলছে । কামারগাতী মাজার শরীফ কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন জানান হযরত শাহ সুফি ছোট মিয়া (রহ :)পীর সাহেবের ৫৪তম বার্ষিক ওরছ শরীফ চারদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ জানুয়ারি বুধবার সকাল ৭ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মাজার জিয়ারত। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত মাজার জিয়ারত ও বিকাল ৩ ঘটিকায় ইসলামী প্রতিযোগিতা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৭ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত মাজার জিয়ারাত এবং মাগরিব হতে ওয়াজ মাহফিল শুরু। মাহফিলে প্রধান বক্তা থাকবেন মোহনা টিভির আলোচক ও কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব হযরত মাওলানা কামরুল ইসলাম আশেকী, প্রধান আকর্ষণ বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারী মাওলানা আল আমিন হোসেন জেহাদী, মোহাম্মদপুর ঢাকা। ১৮ জানুয়ারি শনিবার সকাল ৭ ঘটিকা হতে ১০ ঘটিকা পর্যন্ত ফাতেহার শরীফ হেফজ সমাপ্তদের পাগড়ি প্রদান ও আখেরি মোনাজাতের পর তাবারক বিতরণ খানাপিনা করা হবে। এছাড়া ৪ দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে মাজার নিকটবর্তী বিলে একটি মেলা বসে যেখানে গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন জিনিসপত্র শোভা পায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.