স্টাফ রিপোর্টার:-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর জিএমএস কারখানার সামনে থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাত নামা (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে পুলিশ।
সকাল সাতটার দিকে প্রথমে পথচারীরা যুবককে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে তারা বুঝতে পারেন যে, রাস্তার পাশে পড়ে থাকা ব্যক্তিটি হয়তো মৃত। স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে গাজীপুর জেলার নাওজোর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ,তবে নিহতের সাথে কোন পরিচয় পত্র বা মোবাইল ফোন না থাকায় নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি হয়তো ভোর বেলায় দ্রুতগামী কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে থাকতে পারেন। তিনি আরো বলেন নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.