কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

- আপডেট সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
বাঙালী জাতির ঐতিহ্য সংস্কৃতি ও পরিচয় কে ধারণ করে এই পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরে বাঙালী আয়োজন করে নানা অনুষ্ঠান।সারা দেশ রূপ নেয় এক নতুন সাজে। যেন বাঙ্গালী ফিরে পায় এক নতুন প্রাণ নতুন গান।ঘরে ঘরে আয়োজন করা হয় পান্তা ইলিশের। বড়দের সাথে ছোটরাও কম যায়না। ছোট ছোট শিশু কিশোরদেরও দেখা যায় তাদের মা-বাবা ও অভিভাবকদের সাথে যাচ্ছে বিভিন্ন আচারঅনুষ্ঠানে।
এরই অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো ১৪৩১ বঙ্গাব্দ বরণ।এই নতুন বঙ্গাব্দ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কালিয়াকৈর-গাজীপুর সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
আগত অতিথিবৃন্দ উপজেলা চত্বরে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবং উপজেলা শিল্পকলার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।