কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

- আপডেট সময় : ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক যুবকের হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত ওই যুবকের পুরো শরীরে নির্যাতন ও জখমের একাধিক চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভাউমান টালাবহ রেলওয়ে ব্রীজের নিচ থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত ওই যুবকের পরনে ছিলো, সাদা কালো শার্ট ও কালো জিন্স পেন্ট।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক কৃষক উপজেলার ভাউমান টালাবহ রেলওয়ে ব্রিজের নিচে তার খেতে কৃষি কাজ করা উদ্দেশ্যে যাওয়ার সময় হাত-পা বাঁধা এক যুবকের মরদহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় সনাক্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সি আই ডি ও পিবিআই সদস্যরা। পরে কালিয়াকৈর থানা পুলিশ নিহত ওই যুবকের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান,অজ্ঞাতক যুবকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।