কালিগঞ্জে ১ স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা সহ সর্বস্ব লুট

- আপডেট সময় : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মোঃ সহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:অস্ত্রের মুখে জিম্মি করে নিত্যানন্দ মন্ডল নামে ১ স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৪ লক্ষ টাকা ,স্বর্ণালংকার সহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ২১ আগস্ট) রাত দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাঠি গ্রামের অনিমা জুয়েলার্সের মালিক নিত্যানন্দ মন্ডলের বাড়িতে। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধার নেতৃত্বে পুলিশ ফোর্স শুক্রবার সকাল ৮ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। রতনপুর বাজারে অবস্থিত অনিমা জুয়েলার্সের মালিক ভুক্তভোগী নিত্যানন্দ মন্ডল সাংবাদিকদের জানান প্রতিদিনের ন্যায় রাত আনুমানিক ১০ টার দিকে দোকানে তালা লাগিয়ে বাড়িতে যাই। বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে ৮/৯ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল প্রথমে বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে। বারান্দায় ঘুমিয়ে থাকা নয়ন রাজার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমাকে সহ পরিবারের সদস্যদের খুনের ভয় দেখিয়ে ঘুম থেকে ডেকে তোলে । ঘরের দরজা খুলতেই ঘরে ঢুকে সবাইকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারিতে রক্ষিত নগদ ৪ লক্ষ টাকা আলমারিতে রক্ষিত সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার সহ আমার স্ত্রী এবং কন্যার নিকট থেকে গলার হার ,স্বর্ণের চেনসহ সহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। বিষয়টি পার্শ্ববর্তী আব্দুল খালী গ্রামের জামালের পুত্র মনসুরের বাড়িতে লাগানো সিসি ক্যামেরা পরিদর্শন করলে পাওয়া যাবে বলে জানান। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ মৃধা জানান ২ দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ দিলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।