মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-কালিগঞ্জে সাবেক এমপির ছেলেকে পিটিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুরে ঘটেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান বাপ্পী। থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, সাতক্ষিরা - ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের মেজ ছেলে হাসান জোবায়ের রিঙ্কুকে মোমরেজপুর ঈদগাহ সংলগ্নে সড়কের উপরে ফেলে গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯ টায় একাকী পেয়ে বেধড়ক পিটিয়ে যখম করেছে দুবৃত্তরা। এঘটনায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী বাদী হয়ে গত ৫ এপ্রিল পুর্ব নারায়নপুর গ্রামের মৃত মোহাব্বত আলী বিশ্বাসের ছেলে রফিকুল ও শফিকুল। রফিকুল বিশ্বাসের ছেলে ইলিয়াস আলী বিশ্বাস সহ এজাহার নামীয় সাতজন ও অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, মামলা নম্বর-৪। জানাগেছে, ইতিপুর্বেও তারা সাবেক এমপিসহ অনেককে পিটিয়ে হজম করেছে এই রফিকুল ইলাহী গং। তবে থানায় নিয়মিত মামলা হলেও এখনো কাওকে আটক করতে পারেনি পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.