মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি;-
সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে ধান ক্ষেতে কাজ করা অবস্থায় নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় গুরুতর আহত ১ এক কৃষাণী মহিলা অবশেষে সিবি হাসপাতালে মৃত্যু হয়েছে । বুধবার (১৬ এপ্রিল) ভোরে আবির নামের একটি যাত্রীবাহী বাস কালিগঞ্জ বাস টার্মিনাল হতে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা করে। ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যে কালিগঞ্জ- সাতক্ষীরা মহাসড়কের ভাড়া সিমলা ইউনিয়নের চালিতাবাড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধান ক্ষেতে নেমে যায়। ওই সময় ৪০ উর্ধ্ব এক মহিলা ধান খেতে কাজ করা অবস্থায় তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হলেও বাসের কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুরুতর আহত ওই মহিলাকে দ্রুত সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.