মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
মারুফ মুন্নুন দোলন নামে এক বিএনপি নেতার বাড়িতে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অজ্ঞান করে নগদ ৭ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৮ মে) গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে বিএনপি নেতা মারুফ মুন্নুন দোলনের বাড়িতে । গৃহকর্তা মারুফ মুন্নুন দোলন জানান প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাতের কোন এক সময় অজ্ঞান পার্টির সদস্যরা জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে চেতনা নাশক বিষাক্ত স্প্রে ছিটিয়ে দেয়। এরপরে পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা জানালা খুলে ঘরে প্রবেশ করে। ঘরের আলমারিতে রক্ষিত নগদ ৭ লক্ষ ৩০ হাজার টাকা এবং ৪ ভরির মতন স্বর্ণালংকার এবং মূল্যবান কাপড় ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। সকালে ঘুম থেকে উঠে মাথা ঘুরানোর আলামতে কিছু একটা ঘটেছে বুঝতে পারে গৃহকর্তা। ওই সময় পাশের রুমে তার ভাই মুহত্তিম বিল্লাহ (৫০ )তার স্ত্রী সাবিনা (৩৫)এবং তাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় শারমিনও অচেতন অবস্থায় পড়ে আছে এবং ঘরের ভিতরে সব এলোমেলো ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। বিষয়টি দেখে তাৎক্ষণিক আশপাশের বাড়ির লোকেদের সহযোগিতায় স্থানীয় গ্রাম্য ডাক্তারের নিকট চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে থানা একটি জিডি হয়েছে বলে সাংবাদিকদের জানান। বিষয়টি জানাজানি হলে উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ তার বাসায় যেয়ে খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.