কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজর নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজ (ডিকে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক আনিছুর রহমানের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সেক্রেটারী শেখ নাজমুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশলিয়া ইউপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক রমেশ চন্দ্র কাজী ওয়ালিদ হোসেন শান্ত তৌহিদ হোসেন কমিটির সদস্য শেখ আহসান, ডাঃ আমিরুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম কালিগঞ্জ বেসরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান হাসান সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন, প্রাক্তন ছাত্র কাজী ওয়ালিদ হোসেন শান্ত প্রমুখ। এসময়ে স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা। নবগঠিত অ্যাড হক কমিটির সভাপতি শেখ নাজমুল ইসলাম বলেন কুশুলিয়া স্কুল এন্ড কলেজের প্রাচীর সাইকেল গ্যারেজ ও গেট নির্মাণ সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সবকিছু করা হবে এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।