মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা কলেজের দুর্নীতিবাজ ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহেমেদের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ক মো: রনি শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক হামিদুল ইসলাম, মো: সোহান, মো: নাঈম, মোঃ ইকবাল হোসেন, মারুফ বিল্লাহ, মেহেরাব হোসেন হোসেন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান এবং অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.