কালিগঞ্জের দুলাবালায় ১৩ মাসের কন্যা সন্তান রেখে গৃহবধুর আত্নহত্যা

- আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি
সন্তান জন্ম দেওয়ার মাত্র ১৩মাস পর পীরগাজনের শারমিন সুলতানা(২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ শারমিন সুলতানা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের মনিরুজ্জামান মনিরের স্ত্রী এবং একই ইউনিয়নের পীরগাজন গ্রামের আব্দুর রহমান (নব মুসলিম) এর কন্যা।
শারমিন সুলতানার মামা আছাদুর রহমান জানান, শারমিন সুলতানা ও তার স্বামী সকালের খাওয়া শেষ করে বসে ছিল। এর মধ্যে শারমিন সুলতানা বাবার বাড়ী যাবে বলে বায়না ধরে। সে সময়ে স্বামী মনিরুজ্জামান বলে আবহাওয়া অবস্থা খারাপ। এত ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। আবহাওয়া ভাল হলে যেও। এক পর্যায়ে শারমিন তার বাচ্চা স্বামীর কাছে রেখে পাশের রুমের চলে আসে।পরে দীর্ঘ সময় না আসায় মনির তার ওয়াশরুমে যেয়ে দেখে সেখানে কেউ নেই, পাশের রুমে যেয়ে দেখে দরজা বন্ধ দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় ওড়না দিয়ে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলছে। এ সময় মনিরের চিৎকারে বাসার আশে পাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে শারমিনের লাশ উদ্ধার করে।