নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
কারামুক্ত হলেন ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল আলম ভূঁইয়া বাদশা। গত বৃহস্পতিবার (১ আগস্ট) তাকে রাজধানীর হোটেল ভিক্টোরির সামনে থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেনী জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়ও তিনি ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা হিসেবেও পরিচিত। শুধু মাত্র বিএনপি করার কারণে কোনো অপরাধ না করেও কারাবরণ করতে হয় তাকে।
তিনি রিক্রুটিং এজেন্সি মালিকদের কাছে জনপ্রিয় মুখ। তিনি সব সময় এজেন্সির উন্নয়ন ও কল্যাণের চেষ্ঠা করতেন। বিশেষ করে ফেনী জেলার এজেন্সি মালিকদের ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করে আসছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.