কাঠালিয়ায় জিয়া মঞ্চের মতবিনিময় সভায় গোলাম আজম সৈকত

- আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন উপলক্ষে এক শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল ৪টায় কাঠালিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভার আয়োজন করে কাঠালিয়া উপজেলা জিয়া মঞ্চ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ বাদল হাওলাদার এবং সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান লিটন সিকদার।
প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ২৪ বিজয়ের যোদ্ধা ও ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।
বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আকন, মোঃ জাকির হোসেন কিসলু এবং মোঃ খায়রুল আলম খোকন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জাকির হোসেন কিসলু বলেন, “মানুষ নিরুপায় হয়ে তখন অনেকে চান্দনা ইলিশ কেনছে। কিন্তু সময়ের পরিবর্তনে ইলিশ মাছে সয়লাব হয়ে গেছে। কিন্তু এখন আর কেউ চন্দনা কেনে না, ইলিশ মাছই কেনে। কারিস্মা নেতা গোলাম আজম সৈকত সাহেব তাকে আমি ওই ইলিশ মাছের সাথে তুলনা করতে চাই।”
উপজেলা মহিলা দলের নেত্রী লিনা পারভীন বলেন, “আমার ভাইয়ের এমন একটা গুন যিনি সংসদে যাওয়ার যোগ্যতা রাখেন।” “মসজিদের ইমামতি করারও যোগ্যতা রাখেন।”
কাঠালিয়া উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মঈন মুন্সি তার বক্তব্যে বলেন, সবাই নেতৃত্ব দিতে জানে না, ঠিক আছে, হিংসার রাজনীতি না করে, আসেন ঐক্যের রাজনীতি করেন, কাজে লাগবে।”
প্রধান অতিথি গোলাম আজম সৈকত বলেন, “১৯৯৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শ ছড়িয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ‘জিয়া মঞ্চ’ প্রতিষ্ঠিত হয়। এখন কিছু সুবিধাভোগী ব্যক্তি এই সংগঠনের আদর্শ বিক্রি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে।”