কল্যাণময় কথা পৌঁছতে পারি......
বিশ্বে সকল জাতি ধর্ম দল মত নির্বিশেষে যা বুঝছে তা করছে তো করছে , ছুটছে তো ছুটছে কোন ব্যাপারে থামা থামি নিরব নাই। কি হবে কি হতে যাচ্ছে সে চিন্তা নাই মানবতা নাই। যার জন্য বিশ্বে অশান্তি চরম অশান্তি নেমে আসছে। মানুষ যে ধর্মে থাকুক না কেন ধর্মের সাথে কর্মের সাথে সম্পর্ক নাই। মানবতা নাই মানব দানবের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কবি হিসেবে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন বলার লেখার তৌফিক দিয়েছে তার ভিতরে লিখি বলি চেষ্টা করি। মানব কল্যাণ কামনা করি। সব দেশ জাতি শান্তিতে থাকুক এইটাই আমার কামনা। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করি যেভাবে হোক সমাধায় যান দানব কার্যক্রম ছেড়ে দিয়ে মানবতায় আসেন। আল্লাহ সকল ব্যাপারে শান্তি দান করবে। কবি জীবনে অঙ্গীকার মিথ্যার সাথে বাতিলের সাথে মানবতাহীন মানুষের সাথে সম্পর্ক নাই ছাড় দিব না। বিশ্ববাসী আমার জন্য দোয়া করবেন বিশ্বের মাঝে কল্যাণময় কথা পৌছাতে পারি। মানবজাতির খেদমতে এগিয়ে যেতে পারি সৃষ্টিকর্তা বিশ্ব মাঝে শান্তির বাতাস প্রবাহিত করে। আমিন
বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী
প্রতিষ্ঠাতা, চিশতিয়া দরবার শরীফ
কাঠালিয়া সদর বাইপাস
কাঠালিয়া ঝালকাঠি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.