কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান

- আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি), মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৫ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট হস্তান্তর।
অদ্য ২৭/০৩/২০২৫খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় যশোরে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি), মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৫ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট হস্তান্তর করেন সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন এবং জেলা পুলিশ তাদের পাশে আছেন বলেও আশ্বস্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), যশোর, জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর।