কয়রা পাইকগাছা সাবেক সংসদ সদস্য উপস্থিত

- আপডেট সময় : ১২:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

পল্লব স্বর্ণকার -স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য, উপকূল বন্ধু জননেতা আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটায় জনতার সাথে৷
আপনার সবাই অবগত আছেন ঘূর্ণিঝড় রেমাল অতিদ্রুত অগ্রসর হয়ে খুলনা জেলাধীন উপকূলীয় এলাকায় আঘাত হানতে যাচ্ছে। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আসন্ন এই ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে খুলনা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ঝুকিপূর্ণ এলাকার বাসিন্দা ও গবাদি পশুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করেছি এরপরও যদি কেউ ঝুকিপূর্ণ এলাকায় অবস্থান করে থাকেন তাহলে অতিদ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে আসার অনুরোধ জানাচ্ছি। জাতীয় এই দূর্যোগ মোকাবেলায় আসুন সবাই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি; খুলনা জেলা পুলিশ আমাদের সম্মানিত নাগরিকবৃন্দের যে কোন প্রকার সহায়তায় প্রস্তুত আছে।