কনে পছন্দ হয়নি বলায় দুলাভাইকে পিটিয়ে হত্যা

- আপডেট সময় : ০৭:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ
বাংলাদেশে রেওয়াজ আছে যে বিয়ের আগে কনে দেখা কিংবা ছেলেকে দেয়া হয়। সে রেওয়াজ দিনের পর দিন চলে আসছে। এভাবে বিয়ে হয়ে আসছে। ছেলে কিংবা মেয়ে পছন্দ না হলে জানিয়ে দেয়া হয়। সেখানে আর বিয়ে হয় না। কিন্তু কনে পছন্দ না হওয়ায় ছেলে পক্ষের লোকজনকে পিটিয়ে হত্যা করা হবে। এরকম ঘটনা সম্প্রতিকালে আর ঘটেনি।
জানা যায়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাংলা গ্রামে কনে দেখতে গিয়ে পছন্দ না হওয়ায় কনে পক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মোল্লাহাট থানায় নিয়ে এসেছে।
নিহত আজিজুল হক খুলনা জেলার ১৩খাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। নিহত এর স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী এলাকার মোহাম্মদ আলী গাজীর ছেলে হাফিজুর রহমানের সাথে মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের শাহাদাত মোল্লার মেয়ের বিয়ের প্রাথমিক কথাবার্তা হচ্ছিল।এজন্য কনে দেখতে শুক্রবার সন্ধ্যায় ছেলে হাফিজুর রহমান ও জামাতা আজিজুল হকসহ কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে যান মোহাম্মদ আলী গাজী। কনে দেখে পছন্দ না হওয়ায় কথা জানিয়ে ওই বাড়ি থেকে চলে আসতে চাইলে কনে পক্ষের লোকজন বর পক্ষের উপর হামলা চালায়।
হামলায় বর হাফিজুর রহমানের দুলাভাই আজিজুল হক ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আজিজুল হকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।