"ক'দিনের দুনিয়া"
--কবি মহসিন কবির ঈমন
তৌফিকুর রহমান তাহের দিরাই,শাল্লা প্রতিনিধি:
ও ভাই ভাড়াটিয়া রে???
কার বাড়ি সাজাইছো রং বেরঙ্গে!!
ভাড়ার চুক্তিপত্র পইড়া দে
আছেই তোমার সঙ্গে!?
ও ভাই ভাড়াটিয়া রে,,
তুমি কার বাড়ি সাজাইছো রং বেরঙ্গে।
বাড়ির মালিক চাড়তে বাড়ি
তলব করিলেন বার বার
টান টান চামড়া ডিলা হইলো
বাকি দাঁত পরবার।
ও ভাই ভাড়াটিয়া রে---
তুমি কার বাড়ি সাজাইছো রং বেরঙ্গে।
ও ভাই জারিকারক তোমার কাছে
আসে বারে বারে
খাবার খাইতে স্বাদ লাগেনা
ঘুমে নাহি ধরে,
রোজ রোজি গল্প কইরা যায়
তুমি চিনিলায়না তারে
ও ভাই ভাড়াটিয়া রে---
তুমি কার বাড়ি সাজাইছো রং বেরঙ্গে?
রুজি রোজকার না জানিয়া
সাজলাম ভাড়াটিয়া,
অদম মহসিন রে কইরো তলব
যে দিন ভাড়া যোগাড় করে,,,
ও ভাই ভাড়াটিয়া রে---
তুমি কার বাড়ি সাজাইছো!!
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.