মোঃ মহাসিন, নিজস্ব,প্রতিনিধি:-
বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে আশার বৃত্ত যুব সংস্থা ও শিক্ষার্থী সহ সকল পেশার মানুষ। সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে আশার বৃত্ত যুব সংস্থার পক্ষথেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অর্থ সংগ্রহের জন্য সকলের কাছে যায় মোঃ আব্দুল হামিদ, মোঃ জাকারিয়া, মোঃ মারুফ হোসেন, আব্দুল কাদের, বাবলা সহ আরও অনেকে। এছাড়া জুম্মার নামাজ শেষে কদমতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বন্যার্তদের জন্য দোয়া করা হয়।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করছে, যেখানে ফেনীসহ বিভিন্ন জেলার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ডাঃ মনিরুল ইসলাম ও ইমাম আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণ মানুষ হিসেবে যদি আমরা বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে না পারি তাহালে, মনুষ্যত্বের কোনো মূল্য থাকে না। তাই, সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করবো এবং অন্যদেরও সাহায্যে এগিয়ে আসতে উৎসাহিত করেন।
ডোনেশনের ১৩৩০০ টাকা দুর্যোগ কবলিত স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আল সুন্নাহ ফাইন্ডেশন কে।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রতনপুর বাসী। তারা বলছেন, আশার বৃত্ত যুব সংস্থা ও শিক্ষার্থীদের জনসেবা মূলক কার্যক্রম অবশ্যই প্রশংসার যোগ্য। দেশের অনেক জেলায় এখন বন্যার কবলে। বন্যার্তদের সাহায্য করা এখন সকলের নৈতিক দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.