মোহাম্মদ হানিফ ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ঘটনায় সোনাগাজীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সোমবার সকালে ওসির বিরুদ্ধে
অকথ্য ভাষা ব্যবহার ও মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সোনাগাজীর ব্যবসায়ী আজগর হোসাইন।
সংবাদ সম্মেলনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ ফেইজবুক পোস্ট শেয়ার করে লিখেন ওসি বিভিন্ন দলের সন্ত্রাসীদের গ্রেফতার করছে, কাউকেই ছাড় দিচ্ছেনা। এই সংবাদ সম্মেলন কে তিনি মিথ্যাচার আখ্যা দিয়ে প্রতিবাদ ও নিন্দা জানান।
সোনাগাজী পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন তার ফেইজবুক আইডিতে লেখেন,
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
সোনাগাজী উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক এবিএস মারুফ তার ফেইজবুক আইডিতে পোস্টে লিখেছেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনসার্জ বায়েজীদ স্যারের বিরুদ্ধে অভিযোগ দেয় তারা ফ্যাসিস্টের দোষর, আমি ফেনী জেলা এসপি মহোদয় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই সকল মাদক ব্যবসায়ীর পূর্বের সকল কিছু দ্রুত তদন্তের মধ্যেমে আইনের আওতা আনা হোক।
এটা আমাদের জোর দাবি থাকবে।
সদর ইউনিয়ন বিএনপি নেতা রাসেল পাটোয়ারী শেয়ার পোস্টে লেখেন,
আমার জানামতে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন একজন সুবিচারক। উনি শুনেন, বুঝেন এবং সঠিক তথ্য বের করে সিদ্ধান্ত নেন। এমন একজন অফিসার এর বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করে বলা উচিত।
সোনাগাজী প্রেসক্লাবের (একাংশ) সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চন নিজের ফেইজবুক আইডিতে লেখেন ওসি কে একজন ভদ্রলোক আখ্যা দিয়ে আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করছে বলে উল্লেখ করেন।
সোনাগাজী প্রেসক্লাব (একাংশ) সভাপতি শহিদুল ইসলাম তার ফেইজবুক পোস্টে লেখেন,
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন একজন সুদক্ষ পুলিশ অফিসার। উনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, উনারা মূলত সোনাগাজীর আইনশৃঙ্খলার উন্নতি চয়না বলেই প্রতীয়মান হয়।
সোনাগাজী প্রেসক্লাব (একাংশ) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আবদুর রহিম তার ফেইজবুক পোস্টে লেখেন,
সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে যিনি সংবাদ সম্মেলন করেছেন তার অপরাধ আরো জঘন্য। তার বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।
ব্যবসায়ী আজগর হোসেন তার সংবাদ সম্মেলনে বলেন, এক ব্যক্তির সাথে আমার আর্থিক লেনদেনের বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি আমাকে থানায় তলব করেন, আমি অসুস্থতা জনিত কারনে যেতে পারিনি, পরে তিনি আমাকে জোরপূর্বক থানায় হাজির করেন এবং অকথ্য ভাষা ব্যবহার করেন ও ২দিনের মধ্যে টাকা পরিষোধের নির্দেশ দেন। নচেত আমাকে হত্যা মামলা সহ নানা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন। বর্তমানে আমি ওসির ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.