ঐতিহাসিক ৭ই মার্চ পালনে জেলা প্রশাসনের প্রস্তুতিসভ
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:-ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।আজ বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমসহ জেলার সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী চুয়াডাঙ্গা জেলা শাখা ৭ই মার্চের ভাষণসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করবে। ৭ই মার্চ সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভারও আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করবে। এছাড়াও, দিবসটি যথাযথ মর্যাদায় পালনে নানা কর্মসূচী হাতে নেয়ার কথা জানানো হয় এ সভায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.